Portfolio
Logo Design for Sharing Our Knowledge Group
আমি সুপ্তি সাহা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর একাউন্টিং ডিপার্টমেন্ট এর স্টুডেন্ট।
Graphic Designer: Supti Saha পেজটা ওপেন করি নিজের #শখের কাজ গুলো পাবলিশ করার জন্য। আমি এখনো পর্যন্ত #গ্রাফিক্স এর কোনো কাজ প্রোফেশনালি কোথাও থেকে শিখি নি, ইচ্ছে আছে সামনে নিজের কাজ গুলো আরও সুন্দর করার জন্য একটা গ্রাফিক্স কোর্স করবো।
আমি আমার শখ পূরণের লক্ষ্যেই এই #কোয়ারান্টাইনে গ্রাফিক্স এর কাজ শুরু করি। নিজের মনের মতো কাজ করতে করতে সৃষ্টি করতে থাকি,, আর নিজের শখ গুলো পূরণের দিকে ছুটে চলসি।
আমি সাধারণত #ফটোগ্রাফি করতে ভালোবাসি। কিন্তু এই বন্ধে নিজের আরেকটা #গোপনে চাপা পড়ে থাকা শখ (গ্রাফিক্স ডিজাইনের) যা অনেক দিন প্রকাশ করি নি কারণ সারাদিন পড়াশোনার মধ্যে নিজেকে রাখতে ভালোবাসি তাই সময় করে উঠতে পারি নি নিজের শখটা পূরণ করার।
এই কোয়ারান্টাইন এ অনেকের সাথেই পরিচয় হয়। আমার কাজ গুলো আস্তে আস্তে নিজের প্রোফাইলে পোস্ট করতে থাকি। পাশাপাশি প্রোফাইলের অনেক বন্ধু-বান্ধবদের থেকে অনেক সাধুবাদ পেয়েছে যা কাজ করতে অনেক সাহায্য করেছে আমাকে।
ঠিক এভাবেই হয়তো Nipun Mazumder দাদা আমার কাজ গুলো দেখেন এবং প্রস্তাব দেন ওনার #গ্রুপটির জন্য আমি লোগো ডিজাইন করে দেই। সত্যি বলতে সাহস করেই কাজ টা নেই। কারণ আমার প্রোফেশনাল অভিজ্ঞতা নেই তাই কাজ করতে ভয় লেগেছিল তো বটেই। অনেক দিন চেষ্টার পর ১৯/৮/২০২০ এ উনার গ্রুপের জন্য ফাইনাল লোগোটা জমা দেই।
😊অনেক ভালো লাগছে নিজের করা লোগোটি একটি গ্রুপের আইডেন্টিটি হিসাবে সুরক্ষিত থাকবে।
সকলের এইরকম ভালোবাসা ও আর্শিবাদ পেলে নিজের কাজ দিয়ে আরও অনেককে এভাবে ভালো ভালো কাজ দিয়ে সাহায্যে করে এগিয়ে যেতে পারবে আমি।
#বাংলাদেশের অনেক মানুষ ই নিজের ব্যবসায়ের জন্য বা গ্রুপ বা নিজের #আইডেন্টিটি হিসাবে যে লোগো প্রয়োজন তা বিশ্বাস করে না।
#আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে সবাইর উদ্দেশ্যে একটা কথা বলবো নিজের ব্যবসায়ের আইডেন্টিটি হিসাবে একটি লোগো ব্যবহার করার জন্য সবাইকে অনুরোধ করবো।
আর আমি আমার #পেজের মাধ্যমে সবাইকে এ কাজে অবশ্যই #নিঃস্বার্থভাবে সহযোগিতা করতে চাই।
♥সবাইকে ধন্যবাদ।।
😍 Explanation of the Group Logo: 😍
>> S means Sharing.
>> O K = Our Knowledge.
S in dumble-like shape or pattern indicates DNA (represents Life) and this can also indicate 'balance in nature' or 'time'. Hopefully, there will be no difficulty in getting meaning of this logo.
CERTIFICATE FOR THE LOGO DESIGN
Comments
Post a Comment