Posts

Showing posts with the label Content Writing

Marketing And Digital Marketing

মার্কেটিং কি? মার্কেটিং কত ধরণের ও কি কি? মার্কেটিং কনসেপ্ট কি? মার্কেটিং শুরু করার পূর্বে কোন কোন কনসেপ্ট জানা জরুরী মার্কেটিংয়ের চারটা পি, ডিজিটাল মার্কেটিং কত ধরণের? ২২ ধরণের মার্কেটিং সম্পর্কে ব্যাসিক ধারণা সেগমেন্টস অব মার্কেটিং, মার্কেটিং অরিয়েন্টশন, মার্কেটিং এনভায়রনমেন্ট, প্যাস্টল অ্যানালাইসিস. সোওট অ্যানালাইসিস মার্কেটিং রিসার্চ কি এবং মার্কেট রিসার্চের ধাপগুলো সম্পর্কে ব্যাসিক ধারণা, মার্কেটিং মিক্স কি এবং এ সম্পর্কে বিস্তারিত ধারণা, মার্কেটিং প্ল্যান কি এবং মার্কেটিং প্ল্যান করার ধাপগুলো সম্পর্কে ব্যাসিক ধারণা প্রোডাক্ট লাইফ সাইকেল সম্পর্কে বিস্তারিত ধারণা, মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?, মার্কেটার হওয়ার গুরুত্ব, কেন মার্কেটিংকে আপনার ক্যারিয়ার হিসেবে বেছে নেবেন? মার্কেটার হবেন নাকি ডিজিটাল মার্কেটার? ডিজিটাল মার্কেটার কীভাবে হবেন? ডিজিটাল মার্কেটিংয়ের চাকরিগুলো কীভাবে খুঁজে পাবেন? ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সার হিসেবে আয় করবেন কীভাবে?

PROFESSIONAL BUSINESS LOGO

Image
WHY WE NEED PROFESSIONAL BUSINESS LOGO? হ্যালো, আমি সুপ্তি সাহা আজকের আলোচনার বিষয়বস্তু হলো প্রফেশনাল লোগো। লোগো  একটি কোম্পানির কি বহন করে বলে আমরা মনে করি। ধরুন ১. আপনার কোম্পানীটির পরিচয় ২. আপনার ব্র্যান্ডটির ইমেজ ৩. আপনার পণ্যের ব্যবহার, ইতিহাস, নাম ইত্যাদি  ৪. পণ্যের ইমোশনাল চাহিদা তৈরি গ্রাহকেদের কাছে ইত্যাদি এসব বিষয় গুলো এখন ছোট মনে হচ্ছে, কিন্তু যখন আপনার প্রতিষ্ঠানটি বড় হবে মানে সকলের কাছে পরিচিতি লাভ করবে তখন এই বিষয় গুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হবে। কারণ এই লোগো দিয়ে সবাই মানে আপনার কাস্টমাররা আপনার কোম্পানিকে চিনবে, জানবে। আর এই যে ছোট থেকে বড় হবার জার্নি সম্পূর্ণ জার্নিটিতে লোগো আপনার সর্বক্ষণের সঙ্গী। ধন্যবাদ আজ এইপর্যন্ত। ধন্যবাদ সবাইকে।