Posts

Showing posts with the label Tips and Tricks

Google Classroom এ কিভাবে কোডের মাধ্যমে জয়েন করা যায়

Image
Google Classroom এ কিভাবে কোডের মাধ্যমে জয়েন করা যায়  1. ১মে Chrome বা যেকোন Browser  এ গিয়ে search Google  classroom.  2. গুগল ক্লাস রুমে নিয়ে যাবে ব্রাউজার, তারপর Three dot menu তে ক্লিক। 3. নিচের মতো স্কিন দেখবে 4. এখন উপরের ছবি দেখা যাচ্ছে classes লিখা,, সেখানে ক্লিক। 5. নিচের মতো দেখতে পাবে। 6. এখন উপরের ছবিতে দেখা যাচ্ছে + আইকন,, তাতে ক্লিক করলে, নিচের মতো ছবি আসবে। 7. উপরের ছবিতে দেখা যাচ্ছে  Join Class লিখা তাতে ক্লিক। তারপর নিচের মতো ছবি আসবে। 8. উপরের ছবিতে দেখা যাচ্ছে Class code এর একটা বক্স, সেখানে kj4dx এমন স্যারের দেয়া কোড দিতে হবে। উপরের ছবিতে দেখা যাচ্ছে Join লেখা। সেখানে ক্লিক করলেই, স্যারের ক্লাস রুমে নিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।।। ❤️❤️❤️😊 Supti Saha  Department Of Accounting  University of Chittagong  

Youtube Gmail Google Drive What's App Use Technic

Image
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রদত্ত ১৫ জিবি ব্যবহারের নিয়ম সবাই কেমন আছেন?  আমি সুপ্তি সাহা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটা এপ ডাউনলোড করে ১৫ জিবি সকল কাজে ব্যবহার কিভাবে করবেন। এই ১৫ জিবি যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীদের দেয়া হয়েছে।  প্রথমে নিচের এপটিতে যান। এটি প্লে স্টোরে পাবেন। এপটি ইনস্টলেশন করুন মোবাইলে। App Store তারপর এপটির নিচের অবস্থায় আসবে। তারপর এপটির নিচের অবস্থায় আসলে Start এ ক্লিক করুন।  তারপর এবার দেখেন  Youtube  Gmail  Google Drive  What's App  সহ সকল কাজ করা যাচ্ছে।।  ধন্যবাদ জানাই সকলকে। আগামী পর্বের জন্য সবাই অপেক্ষা করবেন,নতুন কিছু জানাতে হাজির হবো। SUPTI  SAHA