PROFESSIONAL BUSINESS LOGO
WHY WE NEED PROFESSIONAL BUSINESS LOGO?
হ্যালো, আমি সুপ্তি সাহা আজকের আলোচনার বিষয়বস্তু হলো প্রফেশনাল লোগো।
লোগো একটি কোম্পানির কি বহন করে বলে আমরা মনে করি। ধরুন
১. আপনার কোম্পানীটির পরিচয়
২. আপনার ব্র্যান্ডটির ইমেজ
৩. আপনার পণ্যের ব্যবহার, ইতিহাস, নাম ইত্যাদি
৪. পণ্যের ইমোশনাল চাহিদা তৈরি গ্রাহকেদের কাছে ইত্যাদি
এসব বিষয় গুলো এখন ছোট মনে হচ্ছে, কিন্তু যখন আপনার প্রতিষ্ঠানটি বড় হবে মানে সকলের কাছে পরিচিতি লাভ করবে তখন এই বিষয় গুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হবে। কারণ এই লোগো দিয়ে সবাই মানে আপনার কাস্টমাররা আপনার কোম্পানিকে চিনবে, জানবে। আর এই যে ছোট থেকে বড় হবার জার্নি সম্পূর্ণ জার্নিটিতে লোগো আপনার সর্বক্ষণের সঙ্গী। ধন্যবাদ আজ এইপর্যন্ত।
ধন্যবাদ সবাইকে।
Comments
Post a Comment