Youtube Gmail Google Drive What's App Use Technic
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রদত্ত ১৫ জিবি ব্যবহারের নিয়ম
সবাই কেমন আছেন?
আমি সুপ্তি সাহা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটা এপ ডাউনলোড করে ১৫ জিবি সকল কাজে ব্যবহার কিভাবে করবেন। এই ১৫ জিবি যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীদের দেয়া হয়েছে।
প্রথমে নিচের এপটিতে যান। এটি প্লে স্টোরে পাবেন। এপটি ইনস্টলেশন করুন মোবাইলে।
App Store |
তারপর এপটির নিচের অবস্থায় আসবে। তারপর এপটির নিচের অবস্থায় আসলে Start এ ক্লিক করুন।
তারপর এবার দেখেন
Youtube
Gmail
Google Drive
What's App
সহ সকল কাজ করা যাচ্ছে।।
ধন্যবাদ জানাই সকলকে। আগামী পর্বের জন্য সবাই অপেক্ষা করবেন,নতুন কিছু জানাতে হাজির হবো।
SUPTI SAHA
Carry on
ReplyDelete