Google Classroom এ কিভাবে কোডের মাধ্যমে জয়েন করা যায়

Google Classroom এ কিভাবে কোডের মাধ্যমে জয়েন করা যায় 


1. ১মে Chrome বা যেকোন Browser  এ গিয়ে search Google  classroom. 


2. গুগল ক্লাস রুমে নিয়ে যাবে ব্রাউজার, তারপর Three dot menu তে ক্লিক।


3. নিচের মতো স্কিন দেখবে




4. এখন উপরের ছবি দেখা যাচ্ছে classes লিখা,,সেখানে ক্লিক।

5. নিচের মতো দেখতে পাবে।



6. এখন উপরের ছবিতে দেখা যাচ্ছে + আইকন,, তাতে ক্লিক করলে, নিচের মতো ছবি আসবে।



7. উপরের ছবিতে দেখা যাচ্ছে  Join Class লিখা তাতে ক্লিক। তারপর নিচের মতো ছবি আসবে।




8. উপরের ছবিতে দেখা যাচ্ছে Class code এর একটা বক্স, সেখানে kj4dx এমন স্যারের দেয়া কোড দিতে হবে।




উপরের ছবিতে দেখা যাচ্ছে Join লেখা। সেখানে ক্লিক করলেই, স্যারের ক্লাস রুমে নিয়ে যাবে।

সবাইকে ধন্যবাদ।।। ❤️❤️❤️😊

Supti Saha 
Department Of Accounting 
University of Chittagong 




Comments

Popular posts from this blog

মহানগর ওয়েব সিরিজ ডাউনলোড || Mohanagar Web Series Download

HEIGHT VS WEIGHT