নমস্কার,, আমি সুপ্তি সাহা, চট্টগ্রামে ছোট থেকে বসবাস তবে আমার বাড়ি নোয়াখালী, চৌমুহনী। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ( একাউন্টিং ডিপার্টমেন্ট) চতুর্থ বর্ষে পড়ি। পড়াশোনা করাটাই আমার সবচেয়ে প্রিয়, পাশাপাশি গিটার বাজাতে, ফটোগ্রাফি আর গ্রাফিক্স ডিজাইন করাটা আমার শখ। পাশাপাশি আমি একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি,, যেটা আমার কাছে স্বপ্নের মতো কারণ এর মাধ্যমে হাতে কলমে কাজ শিখতে ও শিখাতে পারছি। পড়াশোনার মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করি কিন্তু সেই জ্ঞান কাজে লাগাতে একটা মাধ্যম দরকার,, যে মাধ্যমের দ্বারা আমি আমার কাজকে একটা প্রাতিষ্ঠানিক মাধ্যমে নিয়ে যেতে পারবো, Shawpno Jatra Academy হলো সেরকম মাধ্যম যাতে ভলেন্টিয়ারের দায়িত্ব পেয়ে এ প্লাটফর্মের দ্বারা আমি আমার জ্ঞান অর্জনের ধারাকে আরও প্রসারিত করতে পারবো।। Shawpno Jatra Academy এর স্বপ্ন যাত্রীদের সাথে তালে তাল মিলিয়ে কাজ করতে চাই।।। সবাইকে ধন্যবাদ।।।।